ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রাক পোড়ানোর মামলায় ২ জন গ্রেফতার

সিরাজগঞ্জে ট্রাক পোড়ানোর মামলায় ২ জন গ্রেফতার

সিরাজগঞ্জে মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ট্রাক পোড়ানোর ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, ওই উপজেলার ঝাঐল ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা সাইদুল ইসলাম (৫৯), জামায়াত নেতা মাদরাসা শিক্ষক আব্দুল করিম মুন্সী (৫২)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের উল্লেখিত এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মুরগির খাদ্যবাহী ট্রাক ভাঙচুর ও আগুন দেয় দূর্বৃত্তরা। এ ব্যাপারে ট্রাক চালক ফিরাজুল ইসলাম বাদী হয়ে ওনদিন রাতে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় রাতেই অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেফতার করা হয়। এ মামলায় গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গ্রেফতার,মামলা,ট্রাক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত